আনড্রয়েড এর জন্য ৫ টি মাস্ট ইউজফুল অ্যাপ।
![]() |
top 5 usefull app banner |
আসলামু আলাইকুম ভিজিটরস আশা করি আপনারা সবাই ভালো আছেন।আপনাদের সাথে আমি আছি ইমতিয়াজ।বর্তমান সময়ে স্মার্টফোন ইউজারদের প্রায় অধিকাংশ এন্ড্রয়েড ইউজার।আপনার এন্ড্রয়েড ইউজার এক্সপ্রিয়েন্স কে আরো স্মুথ করতে আজকের টিউনে আপনাদের সাথে শেয়ার করব এন্ড্রয়েড এর জন্য মাস্ট ইউজফুল ৫ টি অ্যাপ।তো চলেন শুরু করা যাক।
Notification History log
![]() |
Notification history log |
আমাদের লিস্টের প্রথমেই রয়েছে Notification History logger app।ধরুন আপনার ফোনে একটা ইম্পরট্যান্ট নোটিফিকেশন আসল আপনি না দেখেই নটিফিকেশনটা রিমুভ করে ফেললেন।তখনই মনে হলো এটা তো আমার একটা ইম্পরট্যান্ট নোটিফিকেশন ছিলো।অটা তো আমার দেখা উচিত ছিলো।কিন্তু তখন আমরা আর সেই নোটিফিকেশন খুজে পাই না।যদি আপনার ফোনে এই অ্যাপটি ইন্সটল করা থাকে তাহলে আপনি চাইলে সেই রিমুভ করা ইম্পর্ট্যান্ট নটিফিকেশনটি আবার দেখতে পাবেন।এটা মুলত আপনার ফোনের জন্য রিসাইকেল নটিফিকেশন বিন এর মত কাজ করে যা আমার কাছে বেশ অন্যরকম একটি ফিচার মনে হয়েছে।
Universal Copy
![]() |
Universal Copy |
আমাদের অনেক সময় অনেক টেক্সট কপি করার প্রয়োজন পড়ে কিন্তু কপি করার সুযোগ থাকে না।যেমন ইমেজ ফাইল, অনেক ওয়েবসাইট, অ্যাপ থেকে কপি করা সম্ভব হয় না।আপনি চাইলে এই অ্যাপ এর মাধ্যমে সেই টেক্সট গুলো কপি করতে পারেন খুব সহজে অ্যাপটির সাইজ মাত্র ২.৫ এম্বির মত ডাউনলোড লিনক ও ডিটেইলস নিচে দেয়া হলো
Copy Bubble
![]() |
Copy Bubble |
আমাদের লিস্টের ৩য় নাম্বারে যে অ্যাপ টি রয়েছে তার নাম হলো Copy bubble।আমাদের অনেক সময় এমন একাধিক টেক্সট কপি করার প্রয়োজন পরে। কিন্তু আমাদের ডিভাইসে যখন একটা টেক্সট কপি করা হয়।তারপরে আরেকটা কপি করতে গেলে আগে কপি করা টেক্সটটি রিমুভ হয়ে যায়। যা অনেক বিরক্তিকর একটি বিষয়।আপনি চাইলে এই সমস্যা টি খুব সহজেই সলভ করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে। প্রথমে অ্যাপটি ওপেন করবেন। তারপর আপনার প্রয়োজনীয় টেক্সট গুলো কপি করে নিবেন এরপরে অ্যাপ টির ফ্লোটিং উইন্ডো তে আপনি আপনার কপি করা টেক্সট গুলো দেখতে পাবেন। যেগুলো আপনি চাইলে যখন খুশি তখন ওখান থেকে পেস্ট করতে পারেন।
Fooview
![]() |
Fooview |
আমাদের ৪র্থ নাম্বারে রয়েছে Fooview app।এটি আমার দেখা সবচেয়ে বেস্ট অ্যাপ গুলোর মধ্যে একটি। আপনারা হয়তো অনেকেই এই অ্যাপটির সম্পর্কে জানেন বা ইউজ করেন। এটি একটি Multifuntional app যার ব্যাবহারবিধি জানলে আপনি অবাক হয়ে যাবেন।এই অ্যাপটিতে রয়েছে ১০০ টিরও বেশি ফিচার। অ্যাপটিতে আপনি যে সকল ফিচার পাবেন:App manager, Navigation,Feature,clipboard,screenshort,screen record ,file
Manager সহ আরো অনেক অনেক ফিচার।
Truecaller
![]() |
Truecaller |
আমাদের ৫ম শেষ নাম্বারে iযে অ্যাপ টি রয়েছে সেটি সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ।অ্যাপটির নাম Trucaller।অ্যাপটির ফিচার বেশ আকর্ষণীয় যদি কেউ আপনাকে কোনো অপরিচিত নাম্বার থেকে কল করে তাহলে আপনি তার সম্পর্কে এই অ্যাপ এর মাধ্যমে জানতে পারবেন।কল করলেই সাথে সাথে তার নাম শো করবে।যার মাধ্যমে কেউ আপনাকে কল করে হ্যারেজ করলে এর মাধ্যমে জানতে পারবেন।
Join the conversation