নাথিং ফোন ১ এর দাম বাংলাদেশে ।
নাথিং ১ ফোনের দাম ?
Nothing 1 ফোনের দাম ৮/১২৮ জিবি ৪৬৯ইউএস ডলার।যা বাংলাদেশি টাকায় আসে ৪২-৪৪ হাজার টাকা।কিন্তু বাংলাদেশে ফোনটির দাম রাখা হয়েছে ৬৬হাজার ৯৯০ টাকা। গ্রাহকগন বেশ কিছুটা অসন্তষ্ট ফোনটির দামের বিবেচনায়।
হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ।আপনাদের সামনে আরো একটা নতুন টিউন নিয়ে হাজির হলাম ।আজকের এই টিউনে আমরা ডিসকাস করবো বর্তমান সবচেয়ে হাইপড Nothing ফোন নিয়ে।
![]() |
নাথিং ফোন ১ |
সূচিপত্র
সূচনা
Nothing phone 1 এই ফোনটার কত কমবেশি আমরা সবাই শুনেছি ইতিমধ্যেই ফোনটা বাংলাদেশের মার্কেটে ঢুকতে চলেছে অনেক কোম্পানি প্রি অর্ডারও নিতে শুরু করেছে ।ফোনটি অফিশিয়ালিও বাংলাদেশে খুব দ্রুত আসতে চলেছে ।ফোনটি অফিশিয়ালি ইম্পোর্ট করছে কন্ট্রিভিয়েন্স বাংলাদেশ (Contriviance Bangladesh)।তারা অলরেডি ফোনটির প্রি অর্ডার নিতে শুরু করেছে।তবে ফোনটির দাম তুলনামূলক কিছুটা বেশি মনে হয়েছে।
নিচে ফোনটির দামসহ বিস্তারিত আলোচনা করা হলো।
নাথিং ১ ফোনের দাম ?
Nothing 1 ফোনের দাম ৮/১২৮ জিবি ৪৬৯ইউএস ডলার।যা বাংলাদেশি টাকায় আসে ৪২-৪৪ হাজার টাকা । কিন্তু বাংলাদেশে ফোনটির দাম রাখা হয়েছে ৬৬হাজার ৯৯০ টাকা। গ্রাহকগন বেশ কিছুটা অসন্তষ্ট ফোনটির দামের বিবেচনায়।
প্রসেসর সেকশন
ফোনটিতে প্রসেসর হিসেবে দেয়া হয়েছে স্নাপড্রাগন 778g ৫জি প্রসেসর ।যেটা আমার মনে হয় এ বাজেটে এর থেকে ভালো কিছু প্রোভাইড করা যেত।
স্টোরেজ সেকশন
Nothing phone 1 (নাথিং ফোন ১) মূলত ৩ টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৮জিবি র্যাম ১২৮ জিবি রম ভার্সন,৮জিবি র্যাম ২৫৬ জিবি রম ভার্সন ও ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ভার্সন।
ডিসপ্লে সেকশন
প্রসেসর এর দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ফোনটি ডিসপ্লে সেকশন এর দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে।ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৬.৫৫ ইঞ্চি oled ডিসপ্লে।এর পাশাপাশি এতে ব্যাবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এর সুপার স্মুথ ডিসপ্লে।ফোনটিতে প্রোটেকশন হিসেবে ব্যাবহৃত হয়েছে corning gorila glass 5।
ব্যাকপ্যানেল
ফোনটি মুলত স্পেশাল এর ব্যাক প্যানেল এর ডিজাইনের কারনে। ফোনটির বাকপার্ট এর ডিজাইন কিছুটা আইফোনের মত।বলতে গেলে প্রাইই আইফোনের মতই ক্যামেরা, কাটআউট টাও আইফোনের মত কিছুটা। এর ডিজাইনের আইফোনের মত হলেও আইফোনের ব্যাকপার্টের থেকে এটার পার্থক্য হলো এইটার ব্যাকপার্ট কিছুটা ট্রান্সপারেন্ট।ফোনটিতে কিছু এলইডি দেয়া হয়েছে যা ফোনটিকে কিছুটা প্রিমিয়াম লুক দেয়।মূলত এই প্রিমিয়াম লুকের কারনেই ফোনটি এত হাইপড।ফোনটির ব্যাকসাইডেও দেয়া হয়েছে corning gorila 5 এর প্রটেকশন।
ক্যামেরা সেকশন
ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে আছে ডাবল লেন্সের ১০০ মেগাপিক্সেলের ক্লিন ক্যামেরা সেটাপ।একটা ৫০ মেগাপিক্সেলের মেইন শুটার।অন্যটা ৫০ মেগাপিক্সলের আল্ট্রাওআইড শুটার।ব্যাক ক্যামেরা দিয়ে ফোনটিতে সর্বোচ্চ 1080p(60fps) ও 4k30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের পাঞ্চহোল ক্যামেরা।
ব্যাটারি এবং চার্জিং
ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ৪৫০০ mah নন রিমুভেবল লাই-পলিমার ব্যাটারি এবং এর পাশাপাশি ব্যাবহার করা হয়েছে ৩৩ ওয়াট এর চার্জার যেটা দিয়ে ফুল চার্জ হতে মোটামুটি ৭০ মিনিট লাগে।এবং এর পাশা পাশি ফোনটিতে ১৫ ওয়াটের ওয়ারলেস চার্জিং এর অপশন দেয়া হয়েছে ।এছাড়াও ফোনটিতে রিভার্স ওয়্যারলেস চার্জিং ব্যাবহার করা হয়েছে।
অপারেটিং সিস্টেম
ফোনটির সফটওয়্যার এনড্রয়েড ১২ এর উপরে বেস করে।এবং ইউয়ই হিসেবে ব্যাবহৃত হয়েছে নাথিং ইউয়াই ১
1 comment