Subscribe to our official youtube channel Trickinsider

মুক্তি পেল নেটফ্লিক্সের সবচেয়ে বড় বাজেটের মুভি দা গ্রে ম্যান।

The gray man (2022),the gray man 2022,দা গ্রে ম্যান,দা গ্রে ম্যান ,রিভিউ,দা গ্রে ম্যান,২০২২ রিভিউ,দা গ্রে ম্যান কাস্ট,the gray man cast

 

The gray man banner
The Gray Man banner
হেই ভিউয়ার্স ওয়েল্কাম টূ ট্রিকইনসাইডার ।কেমন আছেন সবাই?আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন টিউন নিয়ে আসলাম।

আজ ২২ জুলাই নেটফ্লিক্স রিলিজ করেছে তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের মুভি The Gray Man।

মুভিটি প্রডিউস করেছেন বিশ্ব বিখ্যাত মারভেল এর এভেঞ্জার সিরিজের বেশ কিছু মুভির নির্মাতা এন্থনি (Anthony) এবং জয়ি (Joe Russo)। ২০১৮ সালে মারভেল সিরিজের Avengers Infinity war মুভিতে কাজ করে নাড়াচাড়া দিয়ে ফেলেছিলেন।যেটি এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ আয়ের মুভির দিক দিয়ে ৫ নম্বরে রয়েছে ।মুভিটি এখন পর্যন্ত আয় করে প্রায় 2,048,359,754 USD (বাংলাদেশি টাকায় 192520908821 টাকা)।তার পরের বছরে তারা রিলেজ করে এভেঞ্জারস সিরিজেরই আরেকটা মুভি avengers endgame।মুভিটি পৃথিবীর সর্বোচ্চ আয়কারী মুভির মধ্যে ২য় নম্বরে অবস্থান করছে । মুভিটি এখন পর্যন্ত আয় করে প্রায় $2,797,501,328 ইউ এস ডলার (বাংলাদেশি মুদ্রায় 263175245156 টাকা প্রায়)।

এসব কাজের পরে অবশেষে তারা হাত দিলেন নেটফ্লিক্সের The Gray Man মুভিতে।এটি নেটফ্লিক্সের সবচেয়ে ব্যায়বহুল মুভি বলে দাবি করা হচ্ছে।তারা বলেন নেটফ্লিক্স তাদের এই মুভির জন্য দেয় ২০০ মিলিওন ডলার।মুভিটির কন্সেপ্ট মার্ক গ্রেইনির the gray man উপন্যাস থেকে নেয়া হয়েছে।

মুভিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় ইন্ডিয়ান এক্টর ধানুস আন্না (Dhanush) । তিনি গতবছরে অকশয় কুমার (Akshay kumar) এবং ইন্ডিয়ান এক্টর সারা আলী খান (Sara ali khan) এর সাথে Atrangi Re (2021) মুভিতে কাজ করেন।

মুভিতে হিরোইন হিসেবে কাজ করেন কিউবান এবং স্পানিশ এক্টর Ana de Armas (এনা দে আর্মাস)

মুভিটি লিমিটেড থিয়েটার রিলেজ করে ১৫ জুলাই ।২২ জুলাই নেটফ্লিক্সে এটি সারাবিশ্ব ব্যাপী মুক্তি পায়।মুভিটিতে প্রযোজনা করেন: জো রথ (Joe Roth) , জেফ কিরশেনবাউম (Jeff Kirschenbaum) , জো রুসো (joe russo) , অ্যান্টনি রুশো (antony russo), মাইক লারোকা(Mike Larokka) , ক্রিস কাস্টালডি(Chris castaldi)

মুভিটির লেখক

জে রুশো , ক্রিস্টোফার মার্কাস , স্টিফেন ম্যাকফিলি

ভাষা

মুভিটির মূল ভাষা ইংরেজি তবে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ইত্যাদি ডাবিং অফিসিয়ালি পাওয়া যাবে।

স্টোরি

C.I.A এর দক্ষ কর্মী যার পরিচয় কেউই জানেনা একটি ডার্ক সংস্থা তার পরিচয় উম্মুক্ত কিরে দেয়।তার একজন প্রাক্তন সহকর্মী তাকে ধরার জন্য বাউন্টি দেয়

রেটিংস:

ইন্টারনেট মুভি ডাটাবেসে মুভিটির রেটিংস আছে প্রায় ৪২৭৫ টি।এবং এটির বর্তমান রেটিংস ৬.৭/১০

উপসংংহার

আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের টিউনে অন্য কোনো মুভির রিভিউ নিয়ে পোস্টটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না

পড়ুন: মিলি ববি ব্রাউন |একজন বধির মেয়ের সফলতার গল্প!

মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস