Subscribe to our official youtube channel Trickinsider

সর্বোচ্চ আয়করা সেরা ৫ টি সিনেমা।

সর্বোচ্চ আয় করা মুভি,সর্বোচ্চ আয় করা ১০ টি মুভি ,সর্বোচ্চ আয়কৃত মুভি,সর্বোচ্চ কত টাকা আয় করা হয়েছে মুভিতে,সবচেয়ে বেশি দেখা মুভি ,ট্রিকইনসাইডার,trick i

Top 5 earned movie

 হ্যালো ভিউয়ার্স!কেমন আছেন সবাই?আশা করছি সবাই ভালো আছেন।ট্রিক ইনসাইডার এর আজকের এই টিউনে আপনাদের বলবো পৃথিবীতে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করা কিছু মুভির সম্পর্কে তো চলুন শুরু করা যাক।


5.Avengers Infinity war

Avengers Infinity war
Avengers Infinity war


আমাদের লিস্টের ৫ম নম্বরে রয়েছে মারভেল স্টুডিওস এর ফিল্ম এভেঞ্জারস ইনফিনিটি ওয়্যার এটি এভেঞ্জার সিরিজের বহুল আলোচিত একটি মুভি।এই মুভিটিতে ডিরেকশন  দিয়েছিলেন Joe Russo এবং Anthony Russo। ।মুভিটি প্রকাশ পায় ২০১৮ সালে ।মুভিটির আইএম ডিবি রেটিংস ৮.৪/১০।এই মুভিটিতে প্রথমবারের মত এভেঞ্জার সিরিজের সব হিরোদের দেখা গিয়েছিলো ।  মুভিটির অল্প কিছু সময়েই এখন পর্যন্ত আয় প্রায় 2,048,359,754 USD (বাংলাদেশি টাকায় 192520908821 টাকা)



4.Star Wars: The Force Awakens

Star Wars: The Force Awakens
Star Wars: The Force Awakens


আমাদের মুভির লিস্টের ৪ নম্বরে রয়েছে স্টার ওয়ার্স মুভি সিরিজের ৭ নম্বর এপিসোড।মুভিটির লেখক এবং পরিচালক জনাব জে জে আব্রামস । মুভিটি মুক্তি পায় ২০১৫ সালের ১৮ ডিসেম্বর। মুভিটির আইএমডিবি(ইন্টারনেট মুভি ডাটাবেজ) রেটিংস ৭.৯/১০।এটি একটি একশন এবং সায়েন্স ফিকশনাল মুভি।মুভিটির এখন পর্যন্ত ইনকাম প্রায় 2,068,223,624 USD (বাংলাদেশি টাকায় 194387871056 টাকা)



3.Titanic

Titanic 1997
Titanic (1997)


আমাদের লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে বিশ্ব বিখ্যাত টাইটেনিক মুভি। মুভিটির লেখক ও  পরিচালক James Cameron ।মুভিটি প্রকাশ পায় ১৯৯৭ সালে ।মুভিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মান করা হয়েছে।মুভিটিতে আজ থেকে ১১০ বছর আগে ১৯১১ সালের টাইটেনিক জাহাজ ডুবির ঘটনা থেকে বানানো হয়েছে।মুভিটির আনুমানিক ব্যয় প্রায় ২০০ মিলিওন ডলার । বলা হয়ে থাকে এটি ওই সময়ের সবচেয়ে ব্যায়বহুল মুভি।মুভিটির আইএমডিবি রেটিংস (৭.৪/১০) ।মুভিটির এখন পর্যন্ত আয় 2,187,535,296 USD(বাংলাদেশি মুদ্রায় 205,601,717,394 টাকা প্রায়)



2.Avengers Endgame

Avengers endgame
Avengers Endgame (2019)


আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে মারভেল স্টুডিওস এর আরেকটি মুভি Avengers Endgame ।এই মুভিটিতেও ডিরেকশন  দিয়েছিলেন Joe Russo এবং Anthony Russo।এটি সর্বশেষ চলচ্চিত্র যেখানে মারভেল এর সব হিরোদের একসাথে দেখা মুভিটিরগিয়েছিলো । মুভিটির IMDB রেটিংস ৮.৪/১০ । মুভিটির বাজেট ছিলো ৩৬৫ মিলিওন ডলার।এবং এখন পর্যন্ত আয় করেছে $2,797,501,328 ইউ এস ডলার (বাংলাদেশি মুদ্রায় 263175245156 টাকা প্রায়।



1.Avater

Avater (2009)
Image:Avater (2009)


আমাদের লিস্টের প্রথমে রয়েছে বিশ্ব বিখ্যাত এভাটার মুভি।মুভিটির লেখক ও  পরিচালক James Cameron।মুভিটি মুক্তি পায় ২০০৯ সালে।মুভিটি টাইটেনিক মুভি নির্মাতা জেমস কেমেরন নির্মান করেন।এটি এখন পর্যন্ত নির্মানকৃত সবচেয়ে বেশি উপার্জন করা মুভি হিসেবে খ্যাত।মুভিটির বাজেট ছিলো ২৩৭ মিলিওন ডলার প্রায়।এখন পর্যন্ত প্রায় $2,847,397,339 ডলার(বাংলাদেশি মুদ্র‍্যায় 267869217880 টাকা





মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস