Subscribe to our official youtube channel Trickinsider

সফলভাবে ৫জি ট্রায়াল সম্পন্ন হলো গ্রামীনফোনের

Grameenphone 5g test,গ্রামীনফোন ৫জি টেস্ট,গ্রামীন ৫জি টেস্ট,জিপি ৫ জি টেস্ট,গ্রামীনফোন ৫জি ট্রায়াল,gp 5g test,gp 5g trial,grameen mb offer,

হ্যালো! কি অবস্থা সবার।আশা করি সবাই  অনেক বেশি ভালো ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন আরো একটা টিউন নিয়ে আসলাম।গ্রামীনফোন গতকাল তাদের ৫ জি টেস্ট সফলভাবে সম্পন্ন করে আজ সেটা নিয়েই কথা বলবো।

টেলিটক ৫ জি টেস্ট
ছবি: গ্রামীনফোন ৫জি ট্রায়াল


সুচিপত্র

৫ জি ইন্টারনেট কি?

৫ জি হচ্ছে ইন্টারনেটের ৫ম জেনারেশন।এ নেটয়ার্ক আমাদের বর্তমান ৪ জি স্পিডের থেকে বেশ পাওয়ারফুল।এটি হচ্ছে ইন্টারনেটের বিপ্লবের ৫ম ধাপ।৪ জি সেবায় যেখানে মানুষ স্পিড পান সর্বোচ্চ ১০০ এমবিপি/স সেখানে ৫ জিতে পাওয়া যাবে ১০ জিবিপি/এস ইন্টারনেট সেবা ভাবুন আপনি আপনার পছন্দের মুভি/সিরিজ কত দ্রুত ডাউনলোড করতে পারবেন।


বাংলাদেশে ৫ জি ইন্টারনেট

কিছুদিন আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিসিএল) নির্দেশনা দেয় সকল অপারেটরের ৬ মাসের মধ্যে ৫ জি সার্ভিস চালু করতে হবে।এ ব্যাপারেই সকল অপারেটর বর্তমানে কাজ করছে ।গত ৩১ মার্চে ৫ জি ইন্টারনেটের  ব্যান্ডউইথ  নিলামে নেয়া হয় সেখানে প্রতি ব্যান্ডের নিলামমূল্য ধরা হয় ৬ মিলিয়ন মার্কিন ডলার।তরংগের মোট মুল্যের ১০% তাদের দিতে হবে নিলামে ওঠার ৬০ দিনের মধ্যে বাকি ৯০% কিস্তিতে পরিশোধ করতে পারবেন সিম অপারেটররা ,৯ বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবেন। 

এ সময়ে অপারেটরা ব্যান্ডউথ কিনে নেয়।দেশের সবচেয়ে বড় অপারেটর  গ্রামীনফোন ।(grammenphone) পায় সব চেয়ে বেশি সংখাক তরঙ্গ কারন তাদের কাস্টমার বেশি এবং টেলিটক পায় সবচেয়ে কম সংখ্যাক ব্যান্ডউইথ।

সকল অপারেটর এর কেনা ব্যান্ডউইথ এর পরিমান নিচে উল্লেখ করা হলো।

  • গ্রামীনফোন:৪৭.৭০ মেগাহার্টজ
  • রবি: ৪৪ মেগাহার্টজ
  • বাংলালিংক : ৪০ মেগাহার্টজ
  • টেলিটক:২৫.২০ মেগাহার্টজ

নিলামের সময়, দেশের চারটি মোবাইল ফোন অপারেটর 1.23 বিলিয়ন ডলার বা 10,645 কোটি টাকায় 190 মেগাহার্জ ব্যান্ডুইথ ।  স্পেকট্রাম ব্যান্ডগুলি চতুর্থ প্রজন্মের (4G) এবং 5G প্রযুক্তিতেই ব্যাবহার করা যাবে।।উক্ত নিলামে তারা  ৬ মাসের মধ্যে ৫ জি আনার জন্য নির্দেশনা দেয়। ।

টেলিটক ৫ জি 

টেলিটক ৫ জি টেস্ট
ছবি: টেলিটক ৫ জি টেস্ট


বাংলাদেশি সরকারী সিম অপারেটর টেলিটক প্রাথমিক ভাবে তাদের ৫ জি সার্ভিস টেস্ট করে গত ১২ ডিসেম্বর ২০২১ । তারাই বাংলাদেশের প্রথম ৫ জি ইন্টারনেট প্রভাইডার।তাদের ৫ জি  সার্ভিসের জন্য প্রযুক্তিগত দিক দিয়ে সহয়তা করে বিখ্যাত হুয়াওয়ে কম্পানি। তারা বাংলাদেশের ৬ টি জায়গায় সফল ভাবে তাদের ৫ জি নেটওয়ার্ক প্রতিস্থায়াপন করে। 

কোথায় টেলিটক ৫জি পাওয়া যাবে 

  • বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া
  • সাভার জাতীয় স্মৃতিসৌধ
  • প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ধানমণ্ডির ৩২ নম্বর
  • বাংলাদেশ সচিবালয়
  • সংসদ ভবন এলাকা

টেলিটকের ৫ জি ইন্টারনেট পরিষেবায় স্পিড পাওয়া যায় প্রায় ৫০০ এম্বিপিএস।আশা করা যাচ্ছে খুব দ্রুত তারা বাংলাদেশের রাজধানীর ২০০ টিরও বেশি জায়গায় ৫ জি সার্ভিস পোভাইড করবে।

গ্রামীনফোন ৫ জি 

বাংলাদেশের ২য় মোবাইল অপারেটর হিসেবে গ্রামীনফোন সফলভাবে তাদের ৫ জি টেস্ট এর কার্যক্রম সম্পন্ন করে । তারা তাদের ৫জি টেস্ট করে চট্টগ্রাম এবং ঢাকার বেশ কিছু জায়গায় এবং সফলভাবে উত্তীর্ন হয়।বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট কিছু ব্যাবহারকারী এ সার্ভিস পাবে কিন্তু তাদের অবশই ৫জি সাপোর্টেড ডিভাইস থাকতে হবে। এটা এখনো ট্রায়ালের মতোই।তারা খুব দ্রুত বানিজ্যিক ভাবে তাদের ৫ জি এর সার্ভিস চালু করবে।

আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের টিউনে


মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস