Subscribe to our official youtube channel Trickinsider

স্ট্রেঞ্জার থিংস সম্পর্কে ৫ টি ফ্যাক্টস যা অবাক করবে আপনাকে।

স্ট্রেঞ্জার থিংস অদ্ভুত কিছু ফ্যাক্টস ,স্ট্রেঞ্জার থিংস,স্ট্রেঞ্জার থিংস ফ্যাক্টস,স্ট্রেঞ্জার থিংস অভিনেতা,stranger things fact,


হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই স্ট্রেঞ্জার থিংস সিরিজ টা দেখেছি।

Stranger things banner


না  দেখলেও এই সিরিজটার কথা শোনেনি এমন মানুষ খুজে পাওয়া দূস্কর।এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভাইরাল হওয়া সিরিজের মধ্যে এটি একটি।আজ আমি এটার সম্পর্কেই কিছু ফ্যাক্টস শেয়ার করবো যা শুনে রীতিমত আপনিও চমকে উঠবেন তো চলুন শুরু করা যাক।




  • ফ্যাক্ট১- স্ট্রেঞ্জার থিংস এ Billy Hargrove নামে আমরা যেই ক্যারেক্টার দেখি সেটায় মূলত অভিনয় করেছেন Dacre Montgomery যিনি এর আগে কাজ করেছেন জনপ্রিয় টিভি শো power rangers এ।স্ট্রেঞ্জার থিংস এ অভিনয় করার সময় তার Abs নষ্ট করতে হয়েছিলো।৮০ দশকের মতো লুক দেয়ার জন্য

Billy Hargrove
Billy Hargrove স্ট্রেঞ্জার থিংস এ কাজ করার আগে ও পরে

  • ফ্যাক্ট২-Sady Sink  যাকে আমরা স্ট্রেঞ্জার থিংস এ Max mayfield ক্যারেক্টারে দেখি।তাকে রিজেক্ট করা হয়েছিলো খুবই সামান্য কারনে।তার উচ্চতা বাকি মেল ক্যারেক্টার দের থেকে বেশি ছিলো।যেকারনে তাকে প্রায় রিজেক্ট করা হয়েছিলো।মজার বিষয় এই সমস্যাটা খুব বেশিদিন ছিলোনা মেল এক্টররা খুব দ্রুত sadie sink এর থেকে লম্বা হয়ে যায়।

Stranger things banner




  • ফ্যাক্ট৩- Stranger things সিরিজ এ মেইন ক্যারেক্টার হিসেবে আমরা জানি Millie boby brown কে যাকে আমরা সেটে এলেভেন নামেই বেশি চিনি।তিনি এক ইন্টারভিউ তে স্বীকার করেন তিনি এক কানে কম শুনতে পান।মূলত এটা তার একটি জন্মগত ত্রুটি।জন্মের সময় সে এক কানে কম শুনতে পেত।যেটা প্রতিবছর আরো বাড়তে থাকে।পরে কিছু বছর গেলে সে এক কানে প্রায় শুনতে পায়না।এমনকি শুটিংয়ের সময় খুব জোরে একশন না বললে সে শুনতে পায়না।

Millie booby brown season 5

  • ফ্যাক্ট৩- জোনাথান বায়ার এবং ন্যান্সি হুইলার বাস্তব জীবনে দম্পত্তি।Charlie Heaton(জোনাথান বায়ার) এবং Natalia Dyer(ন্যান্সি হুইলার) বাস্তব জীবনে প্রেমিক প্রেমিকা।

Charlie Heaton and Natalia Dyer


  • ফ্যাক্ট৪-Gaten Matarazzo(ডাস্টিন) Cleidocranial dysplasia নামক দুর্লভ রোগ নিয়ে জন্মগ্রহন করেন ।এ রোগে সাধারনত খুব কম মানুষ আক্রান্ত হয় স্ট্রেঞ্জার থিংস এ তার ক্যারেক্টার এর মত তার বাস্তব জীবনেও তিনি এই দুর্লভ রোগে আক্রান্ত।মূলত এ রোগ হলে জন্মের পরে শিশুর দাত ও হাড়ের গঠন ঠিক মতো হয় না।গ্যাটেন মাতারাযো তার মত বিরল রোগে আক্রান্ত ফ্যানদের সাথে একদিন সাক্ষাত করেন তাদের সাথে সময় কাটান।

Gaten Matarazzo
Gaten Matarazzo



  • ফ্যাক্ট৫- এই ফ্যাক্ট শুনে আমি শিওর চমকে উঠবেন আপনিও।স্ট্রেঞ্জার থিংস রিজেক্টেড হয়েছিলো প্রায় ১৫ বারেরও বেশি  বার।শো এর প্রডিউসার The duffer brothers ১৫ বারেরও বেশিবার বিভিন্ন  নেটওয়ার্কে গিয়ে চেষ্টা করেন কিন্তু সফল হননি।কিন্তু ১৬ বারের বেলায় নেটফ্লিক্স তাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে।



বোনাস ফ্যাক্ট- স্ট্রেঞ্জার থিংস এ অডিশন দিয়েছিলো ১হাজারের বেশি শিশু শুধুমাত্র লিড রোল গুলো প্লে করার জন্য।কিন্তু তাদের মধ্যে গুটিকয়েককে বেছে নেয়া হয়।

মাতৃভাষায় প্রযুক্তি জ্ঞান ছড়ানোর ক্ষুদ্র প্রয়াস