রিয়েলমি বাজারে আনলো Gt Neo 3 এর স্পেশাল থর এডিশন।
![]() |
Realme gt neo 3 special thor edition |
হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রিয়েলমি তাদের জিটি নিয়ো ৩ (Realme Gt Neo 3) ফোন রিলেজ করে গত ২২ মার্চ।ইন্ডিয়ান মার্কেটে এভেইলেবল হয় ৩০ মার্চের দিকে। ফোনটি একের পর এক স্পেশাল এডিশন রিয়েলমি দিয়ে যাচ্ছে ।তারা মে মাসের দিকে ফোনটি একটা Naruto edition বের করে । এর পরে রিয়েলমি তাদের জিটি নিয়ো ৩ ফোনটার একটা স্পেশাল এডিশন বের করে মারভেল এর নতুন মুভি থর লাভ এন্ড থান্ডার (Thor love and thunder ) এর সাথে কলাব্রেশন করে। রিয়েলমি ফোনটি মার্কেটে ছাড়ে ৭ জুলাই Thor love and thunder মুভির সাথে।৭ জুলাই থর লাভ এন্ড থান্ডার মুভিটিরও থিয়েটার রিলেজ হয়।অ্যাড এ ফোনটিকে থরের হাতুরির সাথে তুলনা করতে দেখা যায়।বর্তমানে ফোনটি শুধু মাত্র ইন্ডিয়ান মার্কেটেই এভেইলেবল।
ফোনটির মার্কেট প্রাইজ ধরা হয়েছে ৪৩ হাজার রুপি।ফোনটিকে বর্তমানে বলা হয় ইন্ডিয়ার সবচেয়ে ফাস্ট চার্জিং স্মার্টফোন জিটি নিও থ্রি। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ১৫০ ওয়াট এর সুপার ফাস্ট ডার্ট চার্জার । রিয়েলমি দাবি করছে তাদের ফোনটি ৫০% চার্জ হতে সময় লাগে মাত্র ৫ মিনিট । ব্যাবহার করা হয়েছে সূপার ফাস্ট মিডিয়াটেক প্রসেসর ডাইমেন্সিটি ৮১০০।যার ব্রেঞ্চমার্ক স্কোর ৭৭৬৭৯৩।
রিয়েলমি জিটি নিও ৩ থর স্পেশাল এডিশন স্পেকস:
প্রসেসর
মিডিটেক ডাইমেনসিটি ৮১০০ (mediatek dimensity 8100)
স্টোরেজ
ফোনটিতে দেয়া হয়েছে এল.পি.ডি.ডি.আর ১২ জিবি র্যাম। স্টোরেজ দেয়া হয়েছে ২৫৬ জিবি TypeUFS 3.1
ডিসপ্লে
৬.৭ ইঞ্চি এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে ১০৮০×১৪৮০পি রেজুলেশন
ডিসপ্লে প্রটেকশন হিসেবে দেয়া হয়েছে গরিলা গ্লাস ৫।এর পাশাপাশি এতে সুপার স্মুদ ১২০ হার্জ রিফ্রেশ রেট দেয়া হয়েছে।
![]() |
Gt neo 3 thor edition @realme |
ক্যামেরা
ফোনটিতে ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ৩ টি ক্যামেরার সেটাপ। ক্যামেরা সেন্সর দেয়া হয়েছে SensorExmor-RS CMOS সেন্সর
ব্যাক ক্যামেরা
মেইন ক্যামেরা হিসেবে আছে ৫০ মেগা পিক্সেল এর সেটাপ।সাথে দেয়া হয়েছে ৮ মেগা পিক্সেল এর আল্ট্রা ওয়াইড শুটার।এবং ২ মেগা পিক্সেল এর ম্যাক্রো লেন্স।ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপটু ৪ কে ৬০ এফপিএস(4k60fps) এ রেকর্ড করা সম্ভব
ফ্রন্ট ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরায় দেয়া হয়েছে ১৬ মেগা পিক্সেল এর ওয়াইড এংগেল সেন্সর।ফ্রন্ট ক্যামেরাতে ২কে৬০ এফপিএস(2k60fps) এ রেকর্ড করা যাবে।
ব্যাটারি
ফোনটের ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে ৪৫০০ এম.এ.এইচ (4500 mah) লাইওন ব্যাটারি
অপারেটিং সিস্টেম
ফোনটিতে সফটওয়্যার দেয়া হয়েছে লেটেস্ট এন্ড্রয়েড ১২। এর পাশাপাশি ব্যাবহার করা হয়েছে রিয়েলমি ইউয়াই v3
কালার
ফোনটি স্পেশাল থর এডিশন এর পাশাপাশি পাওয়া যাচ্ছে নাইট্রো ব্লু, স্ট্রাইপ হোয়াইট,এবং এস্পাল্ট ব্লাক,
ফিংগার প্রিন্ট সেন্সর হিসবে আছে
ইন ডিসপ্লে অপ্টিকাল সেন্সর
রিয়েলমি জিটি নিও ৩ থর স্পেশাল এডিশনের দাম:
রিয়েলমি জিটি নিও থর স্পেশাল এডিশন টির দাম ৪৩০০০ রুপি।ফোনটি বাংলাদেশে অফিশিয়ালি এভেইলেবেল না ।ফোনটি বাংলাদেশের মার্কেটে ঢুকবে কিনা এ সম্পর্কিত কোনো তথ্য রিয়েলমি বাংলাদেশ থেকে পাওয়া যায়নি ।
আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী টিউনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
Join the conversation