যেসকল কারনে নষ্ট হয়ে যেতে পারে আপনার স্মার্টফোনের ব্যাটারি।
হ্যালো ভিজিটরস আসলামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভালোই আছেন।কারন ভালো না থাকলে কেউ ট্রিক ইন্সাইডার(trick insider) ভিজিট করে না।আজকের টিউনে আপনাদের সাথে শেয়ার করব আপনার প্রতিনিয়ত করা যেসকল ভুলের কারনে আপনার সাধের স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
তো চলুন শুরু করা যাক:
ওভারনাইট চার্জিং
আমরা অনেকেই আছি যারা সারারাত ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পরি।এর ফলে আপনার ফোনে ওভারচার্জিং হতে থাকে যা আপনার স্মার্টফোনের ব্যাটারির অনেক বড় ক্ষতি করে থাকে।এর ফলে আপনার স্মার্টফোনের ব্যাটারি অভার হিটিং হয়ে ব্লাস্ট হতে পারে।বর্তমান সময়ে যেসকল ফোন বের হচ্ছে তার ম্যাক্সিমাম চার্জারেই ওভারচার্জিং প্রটেকশন দেয়া থাকে।তবে অভারনাইট চার্জিং করলেও অবশ্যই ফোনের অরিজিনাল চার্জার ব্যাবহার করবেন।
ডুপ্লিকেট বা নকল চার্জার দিয়ে চার্জ দেয়া
স্মার্টফোনের চার্জারএ মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা হয় তাই চাইলে যেকোনো চার্জার দিয়ে চার্জ দেয়া সম্ভব যেটা আপনার স্মার্টফোনের ব্যাটারির অবস্থা বারোটা বাজিয়ে দিতে পারে।তাছাড়া বাজারে ১৫০-২০০ টাকার মধ্যে প্রচুর চাইনিজ চার্জার পাওয়া যায়। যেগুলো স্মার্টফোনে ইউজ করলে আপনার ব্যাটারির ধারন ক্ষমতা কমে যেতে পারে।
ফোন চার্জে লাগিয়ে ইউজ করা
আমরা অনেকেই আছি যারা ফোনের চার্জ শেষ হয়ে গেলে চার্জে লাগিয়ে ফোন ইউজ করি বা গেম খেলি।যেটা আমাদের ফোনের অনেক সমস্যা সৃষ্টি করে।যদি চার্জে লাগানো অবস্থায় গেম বা ভারি কোনো অ্যাপ ব্যাবহার করা হলে আমাদের ফোনে ওভার হিটিং এর সমস্যা হতে পারে।
ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রাখা
ফোন চার্জে দেয়ার সময় ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রাখা উচিত না।যদি রাখা হয় তা আপনার ফোনের উপর মারাত্মক প্রভাব ফেলবে।
কখন চার্জ দিবেন
অনেকে মনে করেন যে ফোনের চার্জ ৯-১৫ শতাংশে নিয়ে চার্জ দিতে হয়।কিন্তু এটা সম্পুর্ন ভুল ধারণা বিশেষজ্ঞ দের মতে স্মার্টফোনের চার্জ সবসময় ৫০-৮০% এর মধ্যে রাখতে হয়।নয়ত ব্যাটারির লিথিয়াম আয়নের উপর প্রেশার সৃষ্টি হয়।
আজ এ পর্যন্তই।আশা করি আপনাদের টিউনটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের টিউনে।
2 comments